নেত্রকোনায় পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনার বারহাট্টায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।
কলেজ সূত্র জানায়, বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সিকেপি) সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাদের অনেকেই স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী শুরু থেকেই মোবাইল ফোন দেখে দেখে ও অপর একজন নকল দেখে পরীক্ষা দিচ্ছিলেন। দুপুরের দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন ইউএনও মো. খবিরুল আহসান।এ সময় তার কাছে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় পরীক্ষার্থীদের পাশাপাশি ৬ জন পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইউএনও মো. খবিরুল আহসান বলেন, বারহাট্টা সি কে পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো জব্দ করা হয়ছে। এ ছাড়া পরীক্ষার হলে দায়িত্ব পালনে অবহেলা করায় ৬ জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা এই বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না।
Source : Kalar Khonto
0 Comments