Breaking News:

Breaking News: USA Times Daily News is now live! | New top 10 bras for girls list published | Stay tuned for latest fashion tips | Website updates coming soon...

ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে ৭০ হাজার একর এলাকায়

ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে ৭০ হাজার একর এলাকায়



যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনদিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতোমধ্যে ৭০ হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়, ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল হিসেবে পরিচিত সান লুইস অবিসপো কাউন্টিতে বুধবার ‘মাদ্রে ফায়ার’ নামে এই দাবানলটি ছড়িয়ে পড়ে।

আগুনের ঝুঁকিতে থাকা বহু ভবনের মধ্যে থেকে প্রায় ২০০ জনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের অগ্নিনির্বাপণ সংস্থা- ক্যাল ফায়ার জানায়, দাবানলটি এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে ৬০০’র বেশি কর্মী ও ৪০টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।

এ বছর ক্যালিফোর্নিয়ায় এটিই সবচেয়ে বড় দাবানল। গত বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।


Post a Comment

0 Comments